শাহানাজ পারভীন শিউলী

9

ঘরে ফেরা :

ঐ যে রবি অস্ত গেলো আয়রে খোকা বাড়ি,
আঁধার বুঝি ঘনিয়ে এলো দিবার আলো ছাড়ি।

ফিরছে রাখাল ধেণু নিয়ে বাউল গানে গানে,
কিচিরমিচির ডাকছে পাখি ঘরে ফেরার টানে।

রবি যেমন ছড়ায় আলো সকল আঁধার ঠেলে,
মানুষ তেমন হতে হবে জ্ঞানের মশাল জ্বেলে।

দেশ- রাষ্ট্র সমাজটাতে জীর্ণ- জরায় ভরা,
তোকে দিয়ে নতুন করে এদেশ হবে গড়া।

সাগর-নদী,সবুজ ঘেরা এ দেশটা যে তোর,
তোকে দেখে আঁধার ঢেকে উঠবে হেসে ভোর।