দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় যুব সংহতির কমিটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহবান

11

দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় যুব সংহতির নব গঠিত কমিটির পক্ষ থেকে আহবায়ক ফয়জুর রহমান গেদুল ও যুগ্ম আহবায়ক হাসান আহমদসহ কমিটির ৫১ জন সদস্য সিলেট জেলা জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় যুব সংহতির ৪/৫ বছর থেকে কোন ইউনিয়ন কমিটি আর ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রমে নেই বললেই চলে। ঠিক তখনই কর্মীসভার মাধ্যমে একটি সময়োপযোগী কমিটি গঠন করে দিয়েছে জেলা যুবসংহতি। এতে করে দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় যুব সংহতি তার ঐতিহ্য আবার ফিরে পেয়েছে। ঠিক তখনি কমিটির ৪ জন সদস্য মিথ্যাচার করে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছেন। নেতৃবৃন্দ বলেন সিলেট জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক ও সদস্য সচিব কর্মীসভার মাধ্যমে কর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করে দিয়েছেন। আর এ কমিটি কে যারা টাকার বিনিময়ে কমিটি বলছেন, তাদের কাছে প্রশ্ন তাহলে উক্ত কমিটির সদস্য সচিব কত টাকার বিনিময়ে পদ পেয়েছেন? নেতৃবৃন্দ আরো বলেন যারা দীর্ঘ প্রায় ৫ বছর দায়িত্বে থাকার পরও ঠিক মতো ২/১ টি কমিটি গঠন করতে পারেনি তারা কিভাবে আবার নেতৃত্বে আসার আশা করে। আমরা মনে করি শুধু ব্যক্তিস্বার্থ হাসিলই তাদের আসল উদ্দেশ্য। নব গঠিত কমিটির মাধ্যমে দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় যুব সংহতি তৃণমূল পর্যায়ে আরে শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি