কানাইঘাটে ইউপি সদস্যকে বাঁচাতে গিয়ে হামলায় একজন গুরুতর আহত

3

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সালিশ বিচার শেষে পূর্ব শক্রুতার জের ধরে কানাইঘাট ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য স্থানীয় চতুল বাজারের ব্যবসায়ী হারিছ উদ্দিনের উপর হামলার খবর পাওয়া গেছে। ইউপি সদস্যকে হামলাকারীদের কবল থেকে প্রাণে বাঁচাতে গিয়ে ধারালো চাকুর আঘাতে গুরুতর হয়েছেন স্থানীয় হারাতৈল বাগরআগন গ্রামের মৃত জায়ফর আলীর পুত্র অব্দুস শুক্কুর (৪৫)। বর্তমানে গুরুতর আহত আব্দুস শুকুর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনার ইউপি সদস্য হারিছ উদ্দিন বাদী হয়ে হামলাকারী ৬ জনের বিরুদ্ধে শনিবার রাতে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউপি সদস্য হারিছ উদ্দিন চতুল বাজারস্থ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এলাকার মুরব্বীয়ানদের উপস্থিতে একটি সালিশ বিচারে বসে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেন। সেখানে সালিশ বিচার শেষে হঠাৎ করে নির্বাচনী বিরোধের জের ধরে হারাতৈল কাজিরপাতন গ্রামের কুতুব আলীর ছেলে হাসান আহমদ (৪২) তার সহযোগী একই গ্রামের মৃত হরু হুনার পুত্র ইলাজুর রহমান (৪৫), মৃত মকবুল আলীর পুত্র বশির আহমদ (৩৫) সহ আরো ৩ জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ইউপি সদস্য হারিছ উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে প্রথমে মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে হত্যার চেষ্টা করলে হামলাকারীদের হাত থেকে ইউপি সদস্যকে প্রাণে বাঁচাতে গিয়ে ধারালো চাকুর উপর্যুপরি আঘাতে গুরুতর জখম হন সালিশ বিচারে উপস্থিত আব্দুস শুক্কুর। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা আশংকা জনক হওয়ায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
ঘটনার পর পর রাতেই কানাইঘাট থানার এস.আই আব্দুল জলিল একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা ইউপি সদস্যের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন।