দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতি থেকে সদস্য সচিবসহ ৪৪ নেতার পদত্যাগ

11

সম্প্রতি অনুমোদন পাওয়া জাতীয় যুব সংহতির দক্ষিণ সুরমা উপজেলা কমিটি থেকে সদস্য সচিব বুলবুল আহমদসহ ৪৪ নেতা পদত্যাগ করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অর্থের বিনিময়ে জেলা কমিটি কর্তৃক নিজেদের মনগড়া এবং অযোগ্যদের মনোণীত করে উপজেলা কমিটি ঘোষণা করায় এই ৪৪ নেতা পদত্যাগ করেন। এছাড়া কমিটিতে স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা আহ্বায়ক হাসান আহমদকে অর্থের বিনিময়ে উপজেলা যুব সংহতির কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বলে পদত্যাগী নেতাদের অভিযোগ।
২৪ জুলাই রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নব গঠিত কমিটির সদস্য সচিব বুলবুল আহমদ, ১ম যুগ্ম আহ্বায়ক আঙ্গুর আলী, উপজেলা যুব সংহতির সদ্য সাবেক আহ্বায়ক ও বর্তমান কমিটির সম্মানিত সদস্য আখতার হোসেন, বর্তমান কমিটির সদস্য সিদ্দেক আলী, জলিল মিয়া,আব্দুস সোবহান, দুলাল আহমদ ও সাবুল আহমদ এক বিবৃতিতে তাদের পদত্যাগের ঘোষণা দেন। একই সাথে কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমানসহ আরো ৪৪ নেতা যুব সংহতি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে স্বাক্ষর করেন। তারা হলেন, আলতাব আলী, মাহবুব আহমদ, রায়হান, ছয়ফুল ইসলাম, মায়াজ আহমদ তালহা, নাসির উদ্দিন, গফুর আলী, তানভীর আহমদ রুহেল, শহিদ মিয়া, শিপলু আহমদ, সেলিম মিয়া, আব্দুল আলী, শাহজাহান মিয়া, আবুল হোসেন, সালেহ আহমদ, বেলাল, লিটন কুমার, আফজল, মাইদুল, জিতেন্দ্র, রাসেল, আব্দুস সালাম, ইমরান, কিরণ, আতিক মিয়া, সফিকুল ইসলাম, সায়েম, বিল্লাল, মকসুদ, নুনু, তুরণ, কফিল, জুবায়ের, সামছুদ্দোহা, শামীম, মখলাই মিয়া, মাসুক, তেরাব আলী, ফজর আলী, আলতাব, সামাদ ও রাসেল। বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, কথিত কমিটি থেকে আমরা পদত্যাগ করলেও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করতে ভ্যানগার্ড হিসেবে আমরা কাজ করে যাব। বিজ্ঞপ্তি
দক্ষিণ সুরমা