খাদিমে টিলা কর্তনের দায়ে একজনের ৩ মাসের কারাদন্ড

17

স্টাফ রিপোর্টার :
খাদিমনগরে পরিবেশ ধ্বংস করে টিলা কর্তনের দায়ে একজনকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুরে মহানগরীর খাদিমনগরে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন জানান, শাহপরাণ থানাধীন খাদিমনগর ইউনিয়নের চকগ্রামে টিলা কর্তন করে ডোবা ভরাটের খবর পেয়ে অভিযান পরিচালনা করে হয়। এসময় টিলা কর্তনের দায়ে জসিম উদ্দিন নামে একজনকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন মোহাম্মদ এমরান হোসেন। সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক। টিলা কর্তনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।