প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল পেশার মানুষের কথা চিন্তা করেন – হাবিবুর রহমান হাবিব এমপি

0

সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সকল পেশার মানুষের দুঃখ, কষ্ট চিন্তা করে ব্যবস্থা নেন। এবারের সিলেটের বন্যা পরিস্থিতি সামাল দিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণের পাশাপাশি পুনর্বাসনের জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সাধারণ মানুষ যেভাবে ত্রাণ পেয়েছে ঠিক সেই ভাবে ক্ষুদ্র ব্যবসায়ী, সিএনজি, লেগুনা ইত্যাদি চালকদের জন্য আলাদা ভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকায় এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
হাবিবুর রহমান হাবিব এমপি ২৩ জুলাই শনিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশার লোকদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা খিজির খান, পংকি মিয়া, জেলা কৃষকলীগ নেতা জাহেদ আলী, আওয়ামী লীগ নেতা হারুনুর রশীদ হিরন, ইউপি সদস্য আব্দুল মতিন, হিরা মিয়া, টুনু মিয়া প্রমুখ।
এদিকে মোগলাবাজারে মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদির উদ্যাগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। বিজ্ঞপ্তি