জগন্নাথপুরে ১৫০০ মানুষকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা প্রদান

6

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে এনবিএ (নিউজ ব্রডকাস্টিং এলায়েন্স অব বাংলাদেশ) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই শুক্রবার উপজেলার চিলাউড়া আলিম মাদ্রাসা ভবনে বন্যা দুর্গত ১৫০০ মানুষকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ আবদুস সামাদ আজাদ পুত্র কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ আজাদ ডন।
এনবিএ (নিউজ ব্রডকাস্টিং এলায়েন্স অব বাংলাদেশ) এর সভাপতি মুমতাহিনা রীতু’র সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলন, বারডেম হাসাপাতালের অধ্যাপক ডা.সাকলাইন রাসেল, সহযোগী অধ্যাপক ডা. সুব্রত কুমার রায়, ডা.উজ্জল কান্তি দত্ত, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন রাশীদ, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, চিলাউড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাস্টার সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, সৈয়দ শেফুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ছালিক আহমদ পীর, নবিউর রহমান রাসেল, মিলাদ মিয়া, আক্তার হোসেন, মিঠুন দেব প্রমুখ। এতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জন চিকিৎসক সহযোগিতা করেন। সকাল থেকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা নিতে আসা রোগীরা এসে ভীড় জমান।