আধুনিক চিকিৎসা বিজ্ঞানে হোমিও চিকিৎসকদের আরো ভূমিকা রাখতে হবে – মেয়র আরিফুল হক চৌধুরী

12
জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন সিলেটের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বিশুদ্ধ হোমিওপ্যাথিক চর্চার মাধ্যমে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে হোমিও চিকিৎসকদের আরো ভূমিকা রাখতে হবে। স্বল্পমূল্যে এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন হওয়ায় এই চিকিৎসা পদ্ধতির প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। বিশ্বের অনেক উন্নত দেশে এখন হোমিওপ্যাথির জন্য আলাদা আলাদা সুবিধা চালু করা হয়েছে।
জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন সিলেটের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২২ জুলাই) সকালে নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন সিলেটের সভাপতি ডা. আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. শেখ ফারুক এলাহী। উদ্বোধনী বক্তব্য রাখেন, জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন সিলেটের উপদেষ্টা অধ্যাপক ডা. এম. এন. আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন কমিউনিটি মিডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শিব্বির আহমদ শিবলী, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য ডা. সৈয়দ মোহাম্মদ আলী কাজল।
ছাত্র পরিষদের সদস্য কঙ্কন আচার্য্য ও তমালিকা দে এর যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ছাত্র পরিষদের সভাপতি জাফরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ডা. এম. এস. আর. জাহিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডা. এম কে খান, ডা. আসমা বেগম, ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, ডা. ফরহাদ আহমদ, ডা. আবুল হোসেন, ডা. রাসেল আহমদ, ডা. এম ই হক খালেদ, ডা. নিপেন্দ্র কৃষ্ণ, ডা. বুশরাতুত তানিয়া, ডা. গোলাম কিবরিয়া, ডা. লোকমান হেকিম, ডা. সিহাব উদ্দিন, ডা. গিয়াস উদ্দিন, ডা. শামীম আহমদ, ডা. আব্দুর রহমান, ডা. আব্দুল বাসিত আনহার, ডা. সরফ উদ্দিন, ডা. শাকিল আহমদ, ডা. আব্দুল বাসিত, ডা. রিয়াজ উদ্দিন, ডা. দিলীপ কুমার দাস। ছাত্র পরিষদের মধ্যে বক্তব্য রাখেন, সাহেল আহমদ নন্দন দাস আজিজুল হক, আল আমিন, ইয়াসিন আরাফাত আব্দুল হাফিজ, তানিয়া বেগম, সৈয়দা রুবী চৌধুরী, আসমা বেগম, রিচি আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি