সোলায়মান জয়

9

মনটা আমার :

মনটা আমার রাখাল ছেলের মুগ্ধ বাঁশির সুর
মাঠ পেড়িয়ে বন পেড়িয়ে ছোটে বহুদূর
পাখির মতো ডানা মেলে
সব কোলাহল দূরে ফেলে
মায়ায় ভরা মনটা আমার যায় যে অচিনপুর।

মনটা আমার ভিষন একা সঙ্গীহীনা খুব
সকাল দুপুর ভাবনা মাঝে দিয়ে থাকে ডুব
ভাবনা মাঝে আঁকাআঁকি
ভাবনা মাঝে কাজে ফাঁকি
মনটা শুধু সারাবেলা ভেবে ভেবেই চুপ।

মনটা আমার খাঁচাই বন্দি পাখির মতো রয়
বন্দি জীবন কখন যেনো শেষ হয়ে যায় ভয়
মন যেতে চায় দূরের দেশে
পাখির মতো ভেসে ভেসে
আপন ডানায় উড়ে উড়ে করতে বিশ্ব জয়।