জয় জ্যোতির্ময়

14

অনুসন্ধান :

প্রথম প্রথম সবাই অপরিচিত থাকে
পরে পরিচিত হয়; আলাপ হয়।
তারপর একসময় মনের মনিকোঠায়
জায়গা করে নেয়। কেন জানি না,
একদিন তারাই অনেক দূরে চলে যায়।
যতটা দূরে গেলে দেখা যায় না
যতটা দূরে গেলে কথা হয় না
তাদের জন্য কাঁদলেও টের পায় না।

তাইতো আজ-কাল অপরিচিতদের সাথে
কথা বলতেও ভয় লাগে। না জানি,
তারাও পরে এমন হয়। ক্ষণিকের সম্পর্ক যে-
অনেক স্মৃতি দিয়ে যায়।
যে স্মৃতি-না ভুলা যায়; না মেনে নেয়া যায়।
তারপরও অনুসন্ধান করি এসব গোপন রহস্যের!