ওমানে পানির স্রোতে ডুবে নিহত গোয়াইনঘাটের সায়িদের দাফন সম্পন্ন

0

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রাম উত্তরের মরহুম আব্দুস সুবহানের ছেলে আবু সায়িদ চলতি মাসের ৭ তারিখ (ওমান সময় সকাল ৮টা) ওমানের নিজুয়া শহরে পানির স্রোতে ডুবে ভেসে যায়। ঘটনার ১ ঘন্টা পরে সে দেশের পুলিশ অভিযান পরিচালনা করে সায়িদের মৃত দেহ উদ্ধার করে।
এ খবর সায়িদের গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা সৃষ্টি হয়। এদিকে নিহত সায়িদের প্রবাসী বন্ধুরা এবং কর্তৃপক্ষের সহযোগিতায় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৯ জুলাই) কিউআর ৬৩৪ নং ফ্লাইটে বিকাল ৫.৩০ মিনিটের সময় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে সাইয়িদের মৃতদেহ এসে পৌঁছে। এ সময় নিহতের স্বজনরা লাশ গ্রহণ করে গ্রামের বাড়িতে রওয়ানা দেন। বুধবার ভোর রাত ৪ টার দিকে সায়িদের মৃতদেহ নিয়ে উপজেলার নয়াগ্রাম উত্তরে পৌঁছেন। এ সময় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও এলাকার কয়েক শতাধিক লোকজন উপস্থিত হন। সায়িদের মৃত্যুর শোকে এলকার আকাশ বাতাস ভারী হয়ে যায়। অপরদিকে বেলা ২টার সময় দারুল হাদিস লাফনাউট মাদ্রাসা মাঠে জানাযার নামাজ সম্পন্ন করা হয়। পরে গ্রামের পঞ্চায়েতী কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হয়।