দেশের মানুষ আজ চিকিৎসা বঞ্চিত – কাইয়ুম চৌধুরী

4

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের মানুষ আজ অন্ন পাচ্ছে না, বস্ত্র পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছেনা। আর সরকার শুধু উন্নয়নের বুলি বুলাচ্ছে। আওয়ামী লীগ জনগণের কেন দুর্যোগেই পাশে ছিলনা। যেকোন সংকটে বিএনপিই জনগণের একমাত্র ভরসা। তাই জনবিচ্ছিন্ন এই সরকারকে বিতাড়িত করার কোন বিকল্প নেই।
বুধবার রাতে সিলেট সদর উপজেলার টুকেরবাজারস্থ শরীফ কমিউনিটি সেন্টারে শনিবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় এবং সিলেট জেলা বিএনপির তত্ত্বাবধানে ফ্রী মেডিকেল ক্যাম্পের স্থান পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ বৃহস্পতিবার এখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বন্যা দুর্গতদের ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হবে। এতে সকলের সহযোগিতা কামনা করি।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপি নেতা একেএম তারেক কালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, বিএনপি নেতা জাহেদ আহমদ, ফারুক মিয়া, ওয়ারিস আলী, শফিক আলী, আব্দুস সালাম, এনাম হোসেন শিপন, তারেক রহমান মনোয়ার, কুদরড উল্লা প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির বিএনপি জাতীয় নির্বাহী কমিটি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সঞ্চালনা করবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি