সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফরেন এডমিশন কনসালটেন্ট এসোসিয়েশন এর সাথে মতবিনিময়

7

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে ফরেন এডমিশন ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, সিলেট জোন এর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে পারস্পরিক ভাব বিনিময় করা হয়।
মতবিনিময় সভার উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্ট এর চেয়ারম্যান রাজীব আহমদ,প্রস্তাবিত কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, এফএসিডি-সিএব এর সিলেট জোনের প্রেসিডেন্ট মোঃ ফেরদৌস আলম, লাইন হাউজের সিইও সেক্রেটারি আবু তৈয়ব দীপু, ওর্কিড এসোসিয়েশন এর সিইও মো: ফেরদৌস আলম, স্মার্ট এর সিইও মো: জহিরুল ইসলাম, ওয়েল ইন্টারন্যাশনাল এর সিইও এম.এ. হাফিজ, আব্দুল্লাহ আল নোমান সহ উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূসরাত মাহমুদ চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান নঈমা মাসউদ নীলা, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: হুমায়ুন কবির, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান স্বাথী রানী দেবনাথ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এমএজি আসিফ, গ্রন্থাগারিক মো: মোস্তফা কামাল ও পরীক্ষা নিয়ন্ত্রক মো: মোহসীন হোসাইন।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক প্রণব কান্তি দেব। বিজ্ঞপ্তি