মেশকাতুন নাহার

15

রহস্যময় সেই ভালোবাসা :

আমি দেখেছিলাম এমন একটা পুরুষ হৃদয়,
বাহিরে তাঁর কঠিন আবরণ যুক্ত ভিতরে সঞ্চিত জল মধুময়।
তোমরা দেখেছো তাঁর কর্কশ ক্রুদ্ধ কণ্ঠস্বর,
আমি দেখেছি এক শিশুতুল্য অন্তরিন্দ্রিয় গহ্বর।

পরিশ্রমী শরীরের কাঠামো হতে দেখিনি কখনো ক্লান্ত,
দুর্ঘটনার স্বীকার হয়ে বহুবার হয়েছিল আক্রান্ত।
সেই পুরুষ কে ফেলতে দেখিনি এক ফোঁটা জল,
ব্যথার যন্ত্রণা নিয়েও কথা বলতে দেখেছিলাম তোমায় অনর্গল।

সেই লৌহমানব কে আমি দেখেছি উচ্চস্বরে হাউ-মাউ করে কাঁদতে,
তোমার সেদিনের সেই অশ্রুজল দেখে মনটা আর পারিনি বাঁধতে।
পুরুষের কান্নার পিছনে শুনেছি এক বিশ্বযুদ্ধ রহস্য থাকে,
কেউবা সংজ্ঞায়িত করে সত্যিকার প্রেমিক রূপে তাঁকে।

উন্মাদনায় বিষাক্ত দ্রব্য গলাধঃকরণে অনুভূতি করতে চেয়েছো সমাপ্ত,
ধারালো অস্ত্র দিয়ে নিজেকে রক্তাক্ত করেছো হয়ে উত্তপ্ত।
অনাড়ম্বর হৃদপি-টা মোর বিষণ্ণতায় হয়ে পড়ে শক্তিহীন,
মানবীয় ইন্দ্রিয়গুলো সেদিন হয়েছিল হতভম্ব বুদ্ধিবিহীন।

নিঃস্বার্থ ভালোবাসায় আবৃত করে রেখে দিলে চিরকাল ঋণী,
পুনর্জন্ম যদি কিছু থাকে হতে চাইবো তোমার ভালোবাসার রানী
জীবনের সকল পরীক্ষায় পেয়েছি আমি বিজয় ,
কিন্তু তোমার ভালোবাসার কাছে পুনঃপুন মেনেছি পরাজয়।