কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউপি’তে চিকিৎসা প্রদান, ঔষধ বিতরণ

4

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট প্রেসক্লাবের সৌজন্যে এবং গোয়ালজুর আদর্শ তরুণ সংঘ ও বাঁশবাড়ী আদর্শ তরুন সংঘের সহযোগিতায় কানাইঘাট উপজেলার বন্যাদুর্গত ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের প্রায় ২ হাজার লোকজনদের ফ্রি-চিকিৎসা সেবা প্রদান ও বিনা মূল্যে ঔষধপত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার তিনচটি মহিলা মাদ্রাসার গত রবিবার ফাগু বাঁশবাড়ী মাদ্রাসায় এর আগের দিন গোয়ালজুর দারুল হুদা মাদ্রাসায় পৃথক ভাবে বন্যাদুর্গত এলাকার ২ হাজার নারী-পুরুষ ও শিশুদের অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ফ্রি-চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরন করা হয়। কানাইঘাট প্রেসক্লাবের সদস্য জয়নাল আজাদ ও সহযোগি সদস্য মুফিজুর রহমান নাহিদের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদানের সময় উপস্থিত ছিলেন ঢাকা নারায়নগঞ্জ সিনিয়র মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা সামছুদ্দিন সিলেটী, ফাগু বাঁশবাড়ী মাদ্রাসার সুপার মুসলেহ উদ্দিন, বিয়ানীবাজার সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল জব্বার, মডেল একাডেমির প্রধান শিক্ষক মুন্তাসির আহমদ, ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আশিক আহমদ সহ বাঁশবাড়ী তরুন সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ফ্রি-মেডিকেল ক্যাম্পে আগতদের চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ আব্দুল কাদির, ফয়ছল আহমদ, নোমান আহমদ সহ আরো অনেকে। বন্যাদুর্গত এলাকায় এ ধরনের চিকিৎসা সেবা প্রদান ও বিনা মূল্যে প্রয়োজনীয় ঔষধপত্র বিতরণ করায় এলাকার সকল মহলের পক্ষ থেকে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে সাধুবাদ জানান।