জালালপুরে নর্থ ইষ্ট হাসপাতালের ৮ শতাধিক পরিবারে খাবার বিতরণ

12

মানুষ মানুষের জন্য এই শ্লোগানকে সামনে রেখে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে চলমান ত্রান ও খাদ্য বিতরণের অংশ হিসেবে রবিবার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে আট শতাধিক বন্যাদুর্গতদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।
খাদ্য বিতরণকালে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন এনেস্থিসিয়া বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ জীবন কুমার পাল ও গাইনী ও প্রসুতি বিভাগের রেজিস্ট্রার ডাঃ মুনতাসীর আলম রাহিমী। ত্রাণ বিতরণ কার্যক্রমে জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ সর্বাত্মক সহোযোগিতা করেন। জালালপুর ইউনিয়নের জালালপুর উচ্চ বিদ্যালয়, জালালপুর আলিয়া মাদ্রাসা, শাহজালাল উচ্চ বিদ্যালয়, আলমদীন প্রাথমিক বিদ্যালয়, বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় ও মালাকান্দি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে খাবার ও ত্রাণ বিতরণ করা হয়। বন্যার শুরু থেকেই নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই কার্যক্রম পুরো সিলেটে চলমান রয়েছে। বিজ্ঞপ্তি