জগন্নাথপুরে কমছে পানি, বাড়ছে দুর্গন্ধ

3

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে গত দুই সপ্তাহ ধরে স্মরণকালের ভয়াবহ বন্যার সাথে লড়াই করছেন লাখো পানিবন্দি মানুষ। যদিও গত কয়েক দিন ধরে ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে। এর মধ্যে ২ জুলাই শনিবার প্রখর রোদের তাপে বেশি কমেছে পানি। তবে যতো পানি কমছে, ততোই বাড়ছে আবর্জনাযুক্ত ময়লা পানিরদুর্গন্ধ ও ভোগান্তি। দীর্ঘ প্রায় দুই সপ্তাহ পানির নিচে থাকা বসতঘর ভেসে উঠলেও চারদিকে ছড়াচ্ছে অসহ্য ময়লা পানির দুর্গন্ধ। এসব দুর্গন্ধ উপেক্ষা করে অনেকে বাড়িঘর পরিষ্কার করছেন। এর মধ্যে যাদের পাকা ও আধাপাকা ঘরবাড়ি ছিল, তাদের মধ্যে অনেকে আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরেছেন। তবে বেশি বেকায়দায় পড়েছেন পুরনো কাঁচা ঘরবাড়ির মানুষ। বন্যায় অনেকের কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। তার উপর বসতঘর থেকে পানি নামলেও মাটির ভিটা এখন কাঁমাটিতে পরিণত হয়েছে। ভিটা শুকাতে আরো অনেক সময় লাঘবে। তাই শত ইচ্ছে থাকা সত্বেও নিজ বাড়িতে ফিরতে পারছেন না কাঁচা ঘরের মানুষজন। যে কারণে তারা এখনো রয়েছেন আশ্রয় কেন্দ্রে। এদিকে-বেশি দিন আশ্রয় কেন্দ্রে গাদাগাদি করে থাকায় এখানেও দুর্গন্ধ দেখা দিয়েছে। ২ জুলাই শনিবার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা কাঁচা ঘরবাড়ির লোকজন এভাবেই তাদের কষ্টের কথা জানান।