দক্ষিণ খুরমায় হাঙ্গার প্রজেক্টের ত্রাণ বিতরণ

7

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
ছাতক উপজেলারদক্ষিণ খুরমা বানভাসি মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ও স্বেচ্ছাব্রতীবৃন্দ।
শুক্রবার দুপুরে চেচান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রতি জনকে (৫ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১কেজি লবণ, ২ কেজি আলু, ১ লিটার সোয়াবিন তেল, ১ প্যাকেট বড় নাটী বিস্কুট) করে বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ উদ্বোধন করেন র্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জ জেলা কমিটির প্রধান উপদেষ্টা, জামালগঞ্জ পিএফজির এ্যাম্বাসেডর নুরুল হক আফিন্দি।
এ সময় উপস্থিত ছিলেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, তরুণ সমাজ সেবক আবুল কাশেম হাসান, ইউপি সচিব দীপক রঞ্জন দাস, ইউপি সদস্য আজিজুর রহমান, আসতর আলী আমতর, পলি রানী দে, সাবেক ইউপি সদস্য গোলাম কিবরিয়া বাদল, শিখা রানী পুরকায়স্থ, দি হাঙ্গার প্রজেক্ট সিলেট অঞ্চলেল আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মোজাম্মেল হক, খুরমা দঃ ইউনিয়নের সুজন সভাপতি এলাছ উদ্দিন তালুকদার,সহ সভাপতি জমির উদ্দিন, কোষাধ্যক্ষ আজহার উদ্দিন, সদস্য পতিন্দ্র দাস, চরমহল্লা ইউনিয়ন সুজনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উজ্জীবক আবুল কালাম, উজ্জীবক আবু সাঈদ, উজ্জীবক আবু সালেহ, নারীনেত্রী রুমেনা আক্তার ঝুনু, বাসন্তী রানী দাস, শেলী চৌধুরী, নূরজাহান বেগম, ভিডিটি সদস্য সিরাজুল ইসলাম, ইকবাল আহমদ, ইয়ূথ সদস্য রনেল আহমদ, অশোক সূত্র ধর, ফারজানা বেগম, এমরান আহমদ, ইউনিয়ন সমন্বয় কারী হারান চন্দ্র ধর প্রমুখ।