ফেঞ্চুগঞ্জে কিল ঘুষি ও লাথির আঘাতে একজন খুন, গ্রেফতার ২

8

স্টাফ রিপোর্টার :
ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের শেখ নজরুল ইসলাম সেলিম (৫৫) হত্যার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত সেলিমের ছোট ভাই শেখ সালেহ আহমদ ডালিম বাদি হয়ে ৪ জনকে আসামি করে বৃহস্পতিবার মধ্যরাতে ফেঞ্চুগঞ্জ থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটরার পরপরই আটক হওয়া সুভি বেগম (৪৫) ও তার ছেলে তানিম আহমেদ দিপুকে (২০) মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার বাদি ও নিহতের ছোট ভাই, শেখ সালেহ আহমদ ডালিম জানান, বৃহস্পতিবার রাত ৮ টার কিছু আগে পারিবারিক একটি ঘটনা নিয়ে পরিকল্পিতভাবে রুবেল ও তার স্ত্রী, বোন ও সন্তানরা মিলে আমার বড় ভাই শেখ নজরুল ইসলাম সেলিমের ঘরে হামলা চালায়। কিল ঘুষি লাথির আঘাতে সেলিম রক্ত বমি করেন। পরে তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলার শিকার হোন নিহত সেলিমের স্ত্রীও। এটা পরিকল্পিত হত্যা বলে দাবি শেখ সালেহ আমহেদ ডালিমের।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাফায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তাৎক্ষণিক বাড়ি থেকে আমির আলীর স্ত্রী সুভি বেগম (৪৫) ও তার ছেলে তানিম আহমেদ দিপুকে (২০) আটক করা হয়। শুক্রবার বিকেলে ময়নাতদন্ত শেষে শেখ নজরুল ইসলাম সেলিমের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।