মোগলাবাজার থানা পুলিশের উদ্যোগে বন্যার্ত ২শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

2

স্টাফ রিপোর্টার :
মোগলাবাজার থানা পুলিশের উদ্যোগে বন্যার্ত ২০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মোগলাবাজার থানা এলাকায় প্রত্যেকটি ইউনিয়নের বিপুল সংখ্যক লোক বর্তমানে বন্যা কবলিত। বন্যার্ত লোকজন তাদের নিজেদের বাড়ি ঘরে বন্যার পানির কারণে থাকতে পারছে না, তাদের মধ্যে অনেকেই থানা এলাকার বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে দিশেহারা অবস্থায় অবস্থান রয়েছেন। মোগলাবাজার থানা এলাকার বন্যা কবলিত মানুষের পাশে থাকার এবং মানবিক সহায়তা প্রদানের অংশ হিসাবে গতকাল রবিবার দুপুর দেড় টার দিকে পুলিশ কমিশনার নিশারুল আরিফ এর নির্দেশে সহকারী পুলিশ কমিশনার শাহজাহান ভূঞাঁ এর সার্বিক তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা, পিপিএম এর নেতৃত্বে মোগলাবাজার থানার অফিসার ফোর্সদের সহযোগিতায় মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়নস্থ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুলে স্থাপিত আশ্রয় কেন্দ্র, নৈখাই বেদে পল্লীতে এবং সিলাম ইউনিয়নের চেয়ারম্যান শাহ অলিদুর রহমানের মাধ্যমে সিলাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যা কবলিত প্রায় ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী (শুকনা খাবার) বিতরণ করা হয়।