সিলেটে বানভাসি মানুষের পাশে শফিকুল হক আমকুনী (রাহি) ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

7

সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে শফিকুল হক আমকুনী রাহিমাহুমাল্লাহু ফাউন্ডেশন বাংলাদেশ। বন্যার শুরু থেকেই এই ফাউন্ডেশন ত্রাণ বিতরণ করে যাচ্ছে।
২৩ জুন বৃহস্পতিবার শফিকুল হক আমকুনী রাহিমাহুমাল্লাহু ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আহমদ কবির আমকুনি ও ভাইস চেয়ারম্যান মাওলানা মিসবাহুল হক, মহাসচিব মাওলানা আহমদ সগীর আমকুমি এর তত্ত্বাবধানে সিলেটের কানাইঘাট উপজেলার চতুল ইউপির বিভিন্ন জায়গায় ও জৈন্তাপুর উপজেলার লোহাজুরী স্কুলে ও গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকায় শুকনো খাবার প্রয়োজনীয় ঔষধ, সেলাইন সহ বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
সুবহানীঘাট মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী বিলাল আহমদের নেতৃত্বে মাওলানা এবাদুল হক, মাওলানা কামরুল ইসলাম সিদ্দিকী, মুফতী মুহাম্মদ আলী, হাফিজ সাজ্জাদ আহমদ প্রমুখ ও স্থানীয় ভাবে সহযোগিতা করেন বড়চতুল ইউপির সাবেক সফল চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্য জামেয়া মাহমুদিয়া সুবহানিঘাটর সূর্য সন্তান মাওলানা আবুল হুসেন চতুলী ও মাওলানা খলিলুর রহমান সহ স্থানীয় উলামায়ে কেরাম।
অন্যত্র ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে এই খাবার বিতরণকাজ পরিচালনা করছেন। বিজ্ঞপ্তি