সিলেটে উঁচু করে ঘর বানালে নিজের ঘরই হবে আশ্রয়কেন্দ্র -টিএমএসএস পরিচালক

11

সিলেটে ত্রাণ বিতরণে এসে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেছেন, অসহায় মানুষের পাশে টিএমএসএস সবসময়ই আছে। এর আগেও আমরা সারাদেশে করোনাকালীন ত্রাণ বিতরণ করেছি। এবার দেশের বন্যা পরিস্থিতিতে ৬ কোটি টাকার ত্রাণ বরাদ্দ করেছি। পর্যায়ক্রমে তা সিলেট বিভাগ ও উত্তরবঙ্গে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
ড. হোসনে আরা বেগম আরও বলেন, বন্যার পরে সিলেটের মানুষের ঘরবাড়িগুলো সংস্কার করা প্রয়োজন। উঁচু করে ঘর বানাতে হবে। যাতে তাদের ঘরই তাদের আশ্রয়কেন্দ্র হয়।’
তিনি শুক্রবার বিকেলে সিলেটের কুশিঘাট এলাকায় বন্যা পরিদর্শন শেষে এসব কথা বলেন। পরে বন্যার্তদের মাঝে তিনি ত্রাণ বিতরণ করেন ও কুশিঘাটের আশ্রয়কেন্দ্রে গিয়ে নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন টিএমএসএস এর পরিচালক রেজাউল করিম, সিলেটের ডোমেইন প্রধান মো. আসাদুল হক, সিলেট জোন প্রদান মো. মোয়াজ্জেম হোসেন, সিলেটের প্রকল্প সমন্বয়কারী মো. মোনোয়ার হোসেন, সিলেটের গোলাপগঞ্জের অঞ্চল প্রধান মো. শাহানুর আলম, সিলেটের অঞ্চল প্রধান মো. আব্দুস সালাম। বিজ্ঞপ্তি