প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সহায়তা দিচ্ছেন স্বেচ্ছাসেবী রাখি

7

চলামান বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা। ওই উপজেলার অনেক প্রত্যন্ত অঞ্চলে এখনো যায়নি ত্রাণ সহায়তা। পানি কমার পর মানুষজন বাড়িতে ফিরেছেন কিন্তু থাকছেন অনাহারে অর্ধাহারে। অনেকেরই থাকার জায়গাটুকুও নেই। ঘরের চালা, আসবাবপত্র সব পানিতে ভেসে গেছে। আমরা নৌকা নিয়ে পৌঁছাতেই মানুষজন দৌড়ে আসলেন। নিজেদের কষ্টের কথা বলে কান্না করতেছিলেন। কথাগুলো বলে নিজেও কান্না করছিলেন স্বেচ্ছাসেবী চৌধুরী জান্নাত রাখি।
শুক্রবার (২৪ জুন) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রানিখাই ও ৬নং রানিখাই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ত্রাণ বিতরণের সময় এমন হৃদয়বিদারক দৃশ্য দেখে আপ্লুত হন তিনি ।
স্বেচ্ছাসেবী চৌধুরী জান্নাত রাখি শুক্রবারে ব্যক্তিগত উদ্যোগে ওই দুই ইউনিয়নের ফেদারগাঁও, পূবেরগড়, ফুরারপার, লামাডিস্কি, সামারাকান্দি, শান্তিপুর, পূর্ব ইসলামপুরসহ বেশ কয়েকটি গ্রামে। স্বেচ্ছাসেবীদের নিয়ে রাখি ওইসব গ্রামে ৫৭৬ প্যাকেট খিচুড়ি, ব ২০০ প্যাকেট বিস্কুট, ও প্রয়োজন অনুযায়ী চিড়া, মুড়ি, গুড়, দিয়াশলাই, স্যালাইন, পানি, কাঁঠাল বিতরণ করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক আকাশ, সাব্বির, ইসমাইল, সিলেটের মাহফুজ, মিজান প্রমুখ। বিজ্ঞপ্তি