মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী

17

ছোট্ট ঘরে আপন করে :

মাটির ঘর মাটির বিছানা
দুদিন পর হবে,
শূন্য হাতে মাটির ঘরে
সারাজীবন রবে।

নেই জানালা নেই দরজা
আলো পাবে কই,
একের পর এক করেই
সেথায় যাবে সবাই।

যত করবে আমল তুমি
তত পাবে নেকি,
দম ফুরালে আমল করার
দিন থাকবে না বাকি।

সময় থাকতে আমল করো
কখন দিবে ডাক,
খোদা খুশি অনেক বেশি
বলবে ভালো থাক।