স্পেন প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান রাষ্ট্রদূতের

5

কবির আল মাহমুদ স্পেন থেকে :
বৈধ পথে প্রবাসীদের আরও রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম।
গত বুধবার (২২জুন) সকালে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের হলে আয়োজিত বাংলাদেশে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধকরণের লক্ষে ‘বৈধ পথে থাকা পাঠাই, দেশের উন্নয়নে গর্বিত অংশিদার হই’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
মতবিনিময় সভায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়া ও ব্যবসায়ী, মানি ট্রান্সফার এজেন্ট এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মোতাসিমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ সরাওয়ার মাহমুদ বলেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণ করলে বাংলাদেশ সরকারের প্রণোদনা প্রাপ্তির সুযোগ যেমন থাকে, তেমনি মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নেও ভূমিকা রাখা সম্ভব।
২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন গতি সঞ্চার হবে আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রদূত সরওয়ার মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সরকারের বিভিন্ন প্রণোদনা ও সুবিধাসমূহ স্পেনের প্রবাসী বাংলাদেশিদের কাছে ব্যাপকভাবে তুলে ধরতে কমিউনিটি নেতৃবৃন্দ, মানি ট্রান্সফার এজেন্ট এবং সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
তিনি ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের বসবাসের দিক দিয়ে স্পেন দ্বিতীয় স্থানে অবস্থান করছে জানিয়ে বলেন, স্পেন থেকে এখনো রেমিটেন্স প্রেরণের পরিমাণ প্রত্যাশিত অনুপাতে হচ্ছে না। বর্তমান বিশ্ববাস্তবতায় একদিকে করোনা মহামারীর নেতিবাচক প্রভাব, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতিতেও রেমিট্যান্সের প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশী বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। তিনি এ ব্যাপারে স্পেনের সকল প্রবাসীদের কাছে বাংলাদেশে বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণের অনুরোধ জানান।
রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ, স্পেনে অবস্থিত মানি ট্রান্সফারগুলোর অবদানের কথা উল্লেখ করে তাদের সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি স্পেনের সকল প্রবাসীদের কাছে বাংলাদেশে বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণের অনুরোধ জানান।
মতবিনিময় সভায় বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল, বাণিজ্যিক সচিব রেদোয়ান আহমেদ উপস্থিত ছিলেন।