জগন্নাথপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন গুরুতর আহত

14

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহ মোহন আলী (৫২) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার আশারকান্দি ইউনিয়নের জহিরপুর রঘুদাসী গ্রামের মৃত শাহ সোনাহর আলীর ছেলে। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, জহিরপুর রঘুদাসী গ্রামের মনোয়ার খান নামের এক ব্যক্তি গ্রামের বিভিন্ন মানুষকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাক্ষী রাখা হয় শাহ মোহন আলীকে। এতে শাহ মোহন আলী স্বাক্ষী না দেয়ায় মনোয়ার খানের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠেন। এরই জের ধরে ১০ জুন শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে প্রতিপক্ষ মনোয়ার খানের লোকজনের উপর্যপুরি ছুরিকাঘাতে শাহ মোহন আলী গুরুতর আহত হন। খবর পেয়ে রাতেই জগন্নাথপুর থানা পুলিশ সহ স্থানীয় ইউপি সদস্য সৈয়দ এনামুল হোসেন ও সমাজকর্মী সাজ্জাদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় ১১ জুন শনিবার আহত মোহন আলীর ছেলে লাহিন আলী বাদী হয়ে প্রতিপক্ষের ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন।