জাহাঙ্গীর চৌধুরী

11

মধুমাস :

জ্যৈষ্ঠ মাসে সুবাস ভাসে
আম কাঁঠালের বনে।
এ জ্যৈষ্ঠমাস যে মধুমাস
জানে সর্ব জনে।

জ্যৈষ্ঠমাসে কন্যা আসে
বাপের বাড়ি হেসে।
ছেলেমেয়ে জামাই নিয়ে
বেড়ায় রাণির বেশে।

বাবা আনে হরিষ মনে
আম কাঁঠালের ঝুড়ি,
সাথে থাকে জাম আনারস
কঁচি তালের ছড়ি।

জ্যৈষ্ঠমাসে সূর্যের ত্রাসে
শরীর করে জ্বালা।
ঝড়ো হাওয়া করলে দাওয়া
লাগে সবার ভালা।।