সাঈদুর রহমান লিটন

5

মিছে দুনিয়া :

দম্ভ ভরে চলছি পথে
মানছি নাতো কিছু
ইচ্ছা মতো করছি যা-তা
হচ্ছি নাতো নিচু।

যাচ্ছি চষে পরের জমি
গর্বে সুখী নিজে
নৃত্য করে গাচ্ছি গীতি
শুনছি গীতি ডিজে।

এসব করে পাচ্ছি মজা
ডুবছি নাতো রবে
মিথ্যা কাজে আটকে আছি
দু’দিনের এই ভবে।

সবাই জানি মরতে হবে
তবুও যাই ভুলে
লোক দেখানো আমল করি
দিল দরিয়া খুলে।

কবে কখন মরতে হবে
সেটা কী আর জানি
খালি হাতেই ফিরতে হবে
টানছি মিছে ঘাণি।