শফিকুল মুহাম্মদ ইসলাম

17

ভাটিয়ালি দেশে :

দীঘির জলের পদ্ম ফোটে
তোমার চোখের তারায়
রূপ দেখিয়া হয় যে পাগল
খুশিতে মন হারায়!

আসলে কবে নাও দৌড়াইয়া
ভাটিয়ালি দেশে,
বাতাসে পর গা ভাসিয়ে
এলোমেলো কেশে!

রূপের ঝলক দেখে তোমার
মন মানেনি বারণ,
হঠাৎ করে আবার এলে
বুঝেনি কেউ কারণ!

জলের মাঝে পড়ে যখন
তোমার এমন ছায়া,
প্রতিক্ষণে বাড়ে তখন
আরো গভীর মায়া!