মেশকাতুন নাহার

6

উত্থান -পতন :

ভাঙা -গড়া চলছে খেলা সৃষ্টির আদিকাল থেকে,
উত্থান-পতন ছিল আছে, থাকবেই চতুর্দিকে।
রাজা-প্রজা কত মানুষ প্রয়াত হলো এ জগতে,
অর্থ- সম্পদ রইলো পড়ে, ক্ষমতা কী আছে হাতে?

জ্ঞানী-গুণী কত মহাজন ছিল কতই শাসক,
গণ্য-মান্য ছিলো আরো কত চিকিৎসক, প্রশাসক।
আরাম-আয়েশ ছেড়ে গেছে আছে কী তার হিসাব?
উল্টা-পাল্টা হয়েছে রাষ্ট্র পড়েছে কতই প্রভাব।

মৌর্য-পাঠান, বর্গী-মারাঠা কোথায় গেলো মোগল?
বিধি-নিষেধ পাল্টে গিয়ে গণতন্ত্র করে দখল।
খান-খান হয় রাজতন্ত্র, স্বৈরতান্ত্রিক শাসন,
ইট-পাথরের রাজপ্রাসাদ নিখোঁজ সিংহাসন।

জোয়ার-ভাটা জীবনচক্রে দোল খায় বারে বারে,
যাওয়া -আসা চলে নিত্য শিল্প দর্শন চক্রাকারে।
কল-কারখানা ছিল যেথায় আজ ধ্বংসস্তুপ।
উনিশ-বিশ সেই শক্তি কী থাকে বার্ধক্যে তদ্রƒপ?