সিসিকের বন্যা কবলিত এলাকায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে মেয়র আরিফুল হক ॥ বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে

7
সিটি করপোরেশনের বন্যা কবলিত এলাকার মানুষের মধ্যে গণস্বাস্থ্যে কেন্দ্রের শুকনো খাদ্য বিতরণ করছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে। সিলেট মহানগর এলাকার বন্যা কবলিত এলাকায় রাস্তাঘাট, বাসা-বাড়ি ও ক্ষতি গ্রস্ত ড্রেন কালভার্ট ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। পানি নেমে যাওয়ার সাথে সাথে প্লাবিত এলাকার ময়লা আবর্জনা পরিচ্ছন্ন করা, পচা দূর্গন্ধ এড়াতে জীবানুনাশক ছিটানোর কার‌্যক্রম চলমান রয়েছে জানিয়েছেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিসিক মেয়র বলেন, বন্যা কবলিত এলাকার দুর্গত মানুষের এখনো খাবারের সংকট রয়েছে। খাদ্য সংকট নিরসনে সিসিকের ত্রান তৎপরতাও চলমান আছে। সরকারের উদ্দ্যোগের পাশাপাশি দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সেবা সংস্থা। বন্যার্তদের খাবার সংকট, স্বাস্থ্য সেবা প্রদান সহ সার্বিক সহযোগিতায় যারা এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতহ্ঝতা জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ মে ২০২২) সিলেট সিটি করপোরেশন বন্যা কবলিত এলাকায় মানুষের মধ্যে গণস্বাস্থ্যে কেন্দ্রের শুকনো খাদ্য বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
সিসিকের ২৩ নম্বর ওয়ার্ড-এর মাছিমপুরে কাউন্সিল কার্যালয়ে গণস্বাস্থ্যে কেন্দ্র কর্তৃক শুকনো খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর মোস্তাক আহমদ, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান. গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গির আলম মিন্টু, মানব সম্পদ বিভাগের পরিচালক আকলিমা খাতুন, গ্রামিন স্বাস্থ্য কার্যক্রম পরিচালক ডাঃ একেএম হালিমুর রেজা, প্রমুখ।
বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে বাটার বন, চকলেট ওয়েফার, পিস কেক ইত্যাদি। মাছিমপুর এলাকায় ২০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এছাড়া সিলেট মহানগরের বন্যা কবলিত এলাকাগুলোতে ৫ হাজার প্যাকেট খ্যাদ্য বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি