সাদিপুর নওয়াগাঁওয়ে বিদ্যুতের তারের উপরে পড়ে আছে কদম গাছ, ঘটতে পারে বড় দুর্ঘটনা

3

সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড মেন্দিবাগস্থ লতিফিয়া হাউজিং সাদিপুর ২য় খন্ড নওয়াগাঁও এলাকায় দীর্ঘ কয়েকদিন থেকে রাস্তার উপরে একটি কদম গাছ বিদ্যুৎ তার নিয়ে রাস্তার উপরে পড়ে রয়েছে। এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সামান্য ঝড়বৃষ্টি বা দমকা বাতাসে গাছের ডাল এমনকি গাছও ভেঙ্গে পড়ে রয়েছে। ফলে রাস্তার দিয়ে ভেঙ্গে পড়া গাছটি থাকায় চরম ঝুঁকি নিয়ে চলছে পথচারী ও যানবাহন। যে কোন মুহূর্তে ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনাও। তাই বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ কদম গাছটি জরুরিভাবে অপসারণ করা প্রয়োজন বলে জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর মধ্যে ঘটনাটির বর্ণনা দেন এবং বিস্তারিত জানান, ছিদ্দিক আহমদ, সৈয়দ সামছুদ্দিন রানা, তায়েফুজ্জামান তায়েফ।
তারা জানান, কয়েক দিন থেকে বিদ্যুৎ অফিসে ফোন দিলে প্রতিপক্ষের কাছ থেকে কোনো সুরহা পায় যাচ্ছে না। গত কয়েক দিন আগে গাছটি বিদ্যুতের তারের উপর পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে বিভিন্ন বাসা বাড়ির লোকজন প্রতিনিয়ত যাতায়াত করেন। গাছটির এমন পরিস্থিতি হওয়া সত্বেও নজরদারী নেই কর্তৃপক্ষের। এমন অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। (খবর সংবাদদাতার)