এম এইচ মুকুল

4

আমাদের গ্রাম :

আমাদের গ্রাম খানি
সব থেকে সেরা,
সারি সারি গাছ আর
ছায়া দিয়ে ঘেরা।

পাখিদের কলতানে
সুখ জাগে মনে,
ঝিঁঝিঁ পোকা গান করে
ওই বাঁশ বনে।

জল ভরা ধলা বিল
মিটিমিটি হাসে,
কত সুখে হাঁস গুলো
তার বুকে ভাসে!

ছোট ছোট ঢেউ এসে
দোলা দেয় প্রাণে,
পাড় ঘেঁষা ধান ক্ষেত
ভরে থাকে ঘ্রাণে।

সবুজের বুক চিড়ে
পথ আঁকাবাঁকা,
ঠিক যেন ছবি এক
মমতায় আঁকা।