সাহেব মাহমুদ

6

মোনাজাত :

ও বিধাতা! বলছি তোমায়
নেই তো তোমার মা,
তাই কি তুমি দিলে আমায়
মা হারানোর ঘা।

চেয়ে দেখো হৃদয় মাঝে
কত বড় ক্ষত,
হত না তো এমন ক্ষত
আঘাত পেলে শত।

সারতে পারে এই ক্ষতটা
নেই তো এমন দাওয়া,
পারবেনা তো ভরাতে মন
অন্য কোন পাওয়া।

শুকুর তোমার সব কিছুতে
যা করেছো ভালো,
মা’কে আমার জান্নাত দিও
কবর করে আলো।

আমি তোমার এতিম বান্দা
করছি মোনাজাত,
বলছো তুমি – দাও না ফিরে
এতিমের’ই হাত।