সিলেট বারে নীল প্যানেলের পরিচিতি সভায় সাবেক এটর্নি জেনারেল মোহাম্মদ আলী ॥ গতিশীল ও আইনজীবী বান্ধব বার কাউন্সিল গঠনের লক্ষ্যে নীল প্যানেলকে বিজয়ী করার আহবান

5
আসন্ন বার কাউন্সিল নির্বাচন উপলক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সাবেক এটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।

আসন্ন বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত প্রার্থীদের পরিচিতি ও মতবিনিময় সভা ৮ মে রবিবার বেলা ২টায় ২ নং বার হলে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট সামছুল হক। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান। আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সাবেক এটর্নি জেনারেল ও সাধারণ আসনের সদস্য প্রার্থী সিনিয়র আইনজীবী এডভোকেট এ জে মোহাম্মদ আলী।
বক্তব্য রাখেন সাধারণ আসনের সদস্য প্রার্থী সিনিয়র আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিষ্টার আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট মো: জসিম উদ্দিন সরকার, ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট মো: আব্দুল মতিন, ডি অঞ্চলের প্রার্থী ও সিলেট বারের সাবেক সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন, ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রমুখ।
বক্তারা একটি গতিশীল ও আইনজীবী বান্ধব বার কাউন্সিল গঠনের লক্ষ্যে নীল প্যানেলকে বিজয়ী করতে আইনজীবীদের প্রতি উদাত্ত আহবান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক ১ এডভোকেট বিজিত লাল তালুকদার, যুগ্ম সম্পাদক ২ এডভোকেট শাবানা ইসলাম ও এডভোকেট মো: আব্দুর রব। বিজ্ঞপ্তি