ছতকে এ্যাম্বুলেন্স-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু

20

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতক-সিলেট সড়কে একটি লাশবাহী এ্যাম্বুলেন্স ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যার পূর্বে সড়কের মাধবপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
জানা যায়, সিলেটের একটি প্রাইভেট হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স যোগে দোয়ারাবাজার উপজেলার চন্ডিপুর এলাকার জসিম উদ্দিনের নবজাতক শিশু পূত্রের লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন। লাশবাহী এ্যাম্বুলেন্সটি ছাতকের মাধবপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সার সাথে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী একই পরিবারের ৫ জন সহ ৯ জন গুরুতর আহত হয। আহত যাত্রীদের ছাতক উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক শিশু তানহা (৪)কে মৃত ঘোষণা করেন। নিহত শিশু কোম্পানিগঞ্জ উপজেলার টুকেরগাঁও গ্রামের আকিক মিয়ার কন্যা। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিক্সা চালক জহির আলী, যাত্রী গোবিন্দ দাস (১৭), পুজব দাস (১৫), সানজিদা বেগম (১০), মারজান মিয়া (১৪) এবং এ্যাম্বুলেন্সের যাত্রী হাবিবুর রহমান (২০), নাছুয়া বেগম (২০), কেছন বিবি (৫০), জয়তুন নেছা (২৮), ফুলজান বিবি (২৬), আব্দুল ছাকির (২৮) আতিয়ার মিয়া (৩৫)। আহতদেরকে এলাকার স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন। সিএনজি চালকসহ গুরুতর আহত ৭ জনকে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত এ্যাম্বুলেন্স ও সিএনজি জব্দ করেছে। থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।