রিয়াজ মাহমুদ রাতুল

43

তেল ও জীবন :

কিনতে আজ গিয়েছিলাম খানিকটা তেল
দাম শুনে হয়েছে আমার হার্ট ফেল।
দোকানিকে প্রশ্ন করি কম আছেনি বস?
উত্তরে সে কয় আমারে তাইলে খান সস!
তেল নিয়ে নাই কোনো দামাদামি ভাই,
এ ব্যপারে সবার কাছে আমি মাফ চাই।
খোলা তেল একদাম দুইশ’র কম নাই-
কথা শুনে আমি কই- টাটা, বাই বাই!

পিছ পা হই আমি খুব ভয়ে ভয়ে
হিসেবটা মিলছে না চার-পাঁচ ছয়ে।
ঘরে গিয়ে গিন্নিরে কি এখন বলি?
মনেমনে ভাবি আর ধীরে পথ চলি।
ডানেবামে পকেটে টাকা ছিল পঞ্চাশ,
তেলের এই দাম শুনে যায়যায় নিঃশ্বাস!
গিন্নিরে তেল দিতে কিছু টাকা ধার লই,
তেলেজলে এভাবেই কোনোমতে বেঁচে রই!