রিপলু চৌধুরী

6

কে আপন ভবে :

কেউ নেই আপন ভবে
আপনের এই দুনিয়াতে
মিছামিছি স্বপ্ন দেখে
সবাই আপন নিজের স্বার্থে।

জীবন যুদ্ধ চলে ভবে
সুখের আশায় ঘর বাঁধে
আপনের পিছু সবাই ছুটে
আপনের বুঝা নিয়ে কাঁদে।

কেউ নেই আপন
এ-ই ভবের দুনিয়াতে
নিজের স্বার্থে সবি আপন
স্বার্থের এ-ই দুনিয়াতে।

টাকা পয়সা গাড়ি বাড়ি
সুন্দর একখান নারী
এ-ই নিয়ে চলছে দেখ
মানুষের বারাবাড়ি।

সবি জানে সবি বুঝে
থাকবে পরে এ-ই ভবে
তবু মানুষ আপন খুঁজে
নিজের সুখে এ-ই ভবে।