সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে র‌্যাব-৯’র ঈদ উপহার বিতরণ

5
র‌্যাব-৯ এর ত্রাণ বিতরণ।

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে র‌্যাব-৯। গতকাল বুধবার মানবিক সহায়তা কার্যক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
র‌্যাব জানায়, সুনামগঞ্জে ব্যাপক বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা, যাদুকাটা, কুশিয়ারা নদীতে অব্যাহত পানি বৃদ্ধির ফলে জেলার ১৫টি হাওরের ১৮টি বাঁধ ভেঙে গেছে। এতে প্রায় ২০ হাজার হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। চলমান পরিস্থিতি, মাহে রমজান ও ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের বন্যার্তদের পাশে দাড়িয়েছে র‌্যাব-৯।
এ সময় র‌্যাব-৯ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা আশা করেন র‌্যাব-৯ এর পাশাপাশি সমাজের বিত্তবান লোকজন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবেন। এছাড়া সুনামগঞ্জের পাশাপাশি সিলেট বিভাগের অন্যান্য জেলাও র‌্যাব-৯ এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।