কালবৈশাখীর ঝড়ে গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

4

স্টাফ রিপোর্টার :
নগরী ও এর পার্শ্ববর্তী এলাকায় গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কাল বৈশাখীর ঝড়ের প্রবল বেগে দমকা হাওয়া বয়ে যায়। এতে বিভিন্ন স্থানে রাস্তায় গাছ উপড়ে পড়ে। নগরীর অনেক স্থানে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ।
নগরীর টুকেরবাজার এলাকা থেকে রাত পৌনে ২টায় দমকা হাওয়ার কারণে সুনামগঞ্জ বাইপাসে শাহজালাল ব্রীজ-২ থেকে অনন্তপুর পর্যন্ত অংশে অন্তত ২০টি গাছ উপড়ে পড়ে। রাত ২টায় এ সুনামগঞ্জ বাইপাস দিয়ে যান চলাচল ব্যাহত হয়। এছাড়া রাস্তা দিয়ে মোটরসাইকেলেও যেতে পারেননি। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে গাছগুলো কয়েক ঘন্টায় চেষ্টা চালিয়ে রাস্তা থেকে সরিয়ে ফেলা হলে পরে যান চলাচল স্বাভাবিক হয়। এর বাইরেও সিলেট নগরী, দক্ষিণ সুরমা ও শহরতলীর আরো কয়েকটি স্থানে গাছ উপড়ে পড়ার খবর পাওয়া যায়। অনেক স্থানে বিদ্যুত সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পিডিবি-৩’র নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার বলেন, কয়েকটি স্থানে ঝড়ে বিদ্যুতের তারে গাছ উপড়ে পড়ে গিয়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে বেশকিছু এলাকা। পরে বিদ্যুতের তার থেকে গাছগুলো সরিয়ে ফেলা হয়। এতে গ্রাহদের বিদ্যুৎ পেতে গতকাল বুধবার বিকেল পর্যন্ত গড়ায়।