মৌলভীবাজার ভিক্ষুকদের জন্য আনন্দ পাঠশালা

17

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
শিশু ভিক্ষুকদের ভিক্ষুকমুক্ত করতে মৌলভীবাজার শহরতলীতে অস্থায়ীভাবে আনন্দ পাঠশালা চালু হয়েছে।
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হল রুমে শহর এবং শহরের আশপাশের শিশু ভিক্ষুকদের কলেজ পড়ুয়া একদল শিক্ষার্থী ক্লাস নিচ্ছে।
সপ্তাহে শুক্রবার ছাড়া বাকী ৬ দিন শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকাল ৮টা থেকে ১০টা এই দুই ঘন্টা ক্লাস চলছে।
জানা যায়, বর্তমানে ১২০ জন শিক্ষার্থীদের বই উপহার দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। মৌলভীবাজার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদে এধরনের একটি উদ্যোগে ইতিমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে।
মৌলভীবাজার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতার উদ্দিন জানান, ভিক্ষা একটি ঘৃণ্য পেশা। আমাদের শিশুদেরকে এই পেশা থেকে ফিরিয়ে আনতে আমরা চেষ্টা করছি। শিশুদেরকে পাঠদান করাচ্ছেন কলেজ পড়ুয়া কয়েকজন শিক্ষার্থী।
স্থায়ীভাবে যাতে এদের জন্য পাঠদান শুরু করা যায় এজন্য সমাজের সবার সহযোগিতাসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান জানান, এসব শিশু ভিক্ষুকরা প্রায় বছরখানেক ধরে অন্য একটি স্থানে পড়ালেখা করতো। রমজানের শুরু থেকে চাঁদনীঘাট ইউনিয়নের একটি কক্ষে তাঁদের ক্লাস চলছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব শিক্ষার্থীদের স্থায়ী শিক্ষা প্রদানের ব্যবস্থা (রেগুলার ক্লাস) করা হচ্ছে বলে জানান ইউএনও।