ইদি আমিন

86

চলরে মন :

চল ফিরে যাই… চলরে মন…
অপেক্ষায় আছে আপনজন।

যেথায় নেই তো নিয়মের-
জটিল কুটিল মহা ধারাপাত,
আছে শান্ত নদী মিষ্টি পানি
কলতানে হবে দিনাতিপাত।

চলরে মন ও’মন ফিরে যাই…
শস্য-শ্যামল সবুজ ফের পাই।

যেথায় নেই তো কাম লোভ
ঘেরার গুরু খায়না খেত,
সেথায় পড়ে না কখনও…
কানকথায় শিষ্যের পিটে বেত।

চল ফিরে যাই… চলরে মন…
প্রতীক্ষায় সোহাগি মন মহাজন!