সাগর আহমেদ

17

ইঁদুর ছানা ও বিড়াল :

ইঁদুর ছানা ডেকে বলেন
শোনো বিড়াল ভাই
ভাঙা হাঁড়ির দুধের ছানা
আমিও একটু চাই।

বিড়াল বলে সবই দেবো
দুধ কলা আর ভাত,
ছিকা কাটতে না পরো তো
ভেঙে ফেলবো দাঁত।

ইঁদুর ছানায় ভয়ে ভয়ে
কাটে ছিকার রশি,
মিটমিটিয়ে হাসে বিড়াল
আরাম করে বসি।

ছিকা ছিঁড়ে ইঁদুর ছানায়
মাটিতে যায় পড়ে,
বিড়াল বলে গিন্নি এলো
ইঁদুর পালায় ঘরে।