একনায়কতন্ত্র পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ওসমানীনগর জাপার

13

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা ও দলের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনার প্রতয়ে সিলেটের ওসমানীনগরে দোয়া ও ইফতার মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা জাপা ও অঙ্গ সংগঠন। উপজেলার গোয়ালাবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ¦ খালেক হোসেন গজনবী। উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, জাপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহিদ লস্কর বশির, সিলেট জেলা যুবসংহতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আশিক মিয়া। সভায় বক্তারা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির আমলে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হওয়ায় সততা, নিষ্ঠা ও সুশাসনের প্রতীক হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি। জাতীয় পার্টি সব সময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তৃণমূল কর্মীদের নিয়েই জাতীয় পার্টির রাজনীতি। জাপায় একনায়কতন্ত্রের কোনো অবকাশ নেই। ওসমানীনগরে কেউ একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করলে ফল ভালো হবে তৃণমূল জাতীয় পার্টি তা প্রত্যাখ্যান করবে। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসতে এখন থেকে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তারা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উমরপুর ইউপি জাপার সাবেক সভাপতি আজিজুর রহমান, সাদীপুর ইউপি আহবায়ক মুহিম আলী, পৈলনপুর ইউপি আহবায়ক শেখ আব্দুল মালিক, বুরুঙ্গা ইউপি আহবায়ক শামীম আহমদ, সদস্য সচিব আতিক আহমদ, উছমানপুর ইউপি সভাপতি আপ্তাব আলী, সাধারণ সম্পাদক ইছরাব আলী, দয়ামীর ইউপি জাপার সভাপতি তেরাব আলী। দয়ামীর ইউপি জাপার সাধারণ সম্পাদক নেছাওর আলী, উপজেলা জাপা নেতা ডাঃ ফারুক আহমদ, আব্দুল হক, আব্দুল গফুর, আসক আলী, আব্দুল মুমিন, আব্দুল গফুর, আব্দুল মনির, আতাউর রহমান, উপজেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক মুকিদ মিয়া, আব্দুস শহীদ, মায়াদ আলী, যুবসংহতি নেতা ঝুনু মিয়া, সুমন পদ আচার্য্য, ছামির আলী, আব্দুল জলিল, আব্দুল মুমিন প্রমুখ। সভা ও ইফতার মাহফিলে উপজেলার ৮টি ইউনিয়নের জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত ও জাতীয় পার্টি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। এদিকে একই দিনে উপজেলা জাতীয় পার্টির ব্যানারে উপজেলার গোয়ালাবাজার এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে জাপার মনোনিত সাবেক এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়াকে প্রধান অতিথি করে পৃথক ইফতার মাহফিলের আয়োজন করেন উপজেলা জাপার সাবেক সভাপতি সুফি মাহমুদ। এতে উপজেলার ৮টি ইউনিয়নের জাতীয় পার্টির নেতা-কর্মীদের চরম ক্ষোভের সৃষ্টি হওয়ায় দলের অধিকাংশ নেতা-কর্মী সাবেক সভাপতি সুফি মাহমুদের অনুষ্ঠান প্রত্যাখান করে শাহজালাল টাওয়ারস্থ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার মাহফিল ও সভায় যোগ দিতে দেখা যায়।