বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল

0

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) মাছিমপুরস্থ মুক্তিযোদ্ধা কপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিসি (সার্বিক) মো. মোবারক হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড এর সেক্রেটারী অধ্যাপক কবির আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান, সহকারি পুলিশ সুপার মো. মুক্তাজুল, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা সন্তান কমান্ডের সদস্য সিরাজুল ইসলাম সুরুকী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা সোয়েব আহমদ, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা জামান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, অধ্যাপক শামসুল ইসলাম, অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, সাজেন্ট (অব.) আবুল হোসেন, অধ্যাপক পান্না জান্নাত, জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ শামিম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সভাপতি মনোজ কপালী মিন্টু, সহ সভাপতি মো. জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক এম এইচ বিশ্বাস পারভেজ, সদস্য আব্দুল কাদির, সিলেট জেলা যুব কমান্ড সভাপতি শেখ আলম, সহ সভাপতি মো. জামাল উদ্দিন, অরুন কান্তি কর প্রমুখ।
রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ রমজান) নগরীর চৌহাট্রাস্থ রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের হলরুমে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিলের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত করেন শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাদিকুর রহমান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন-সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, রেড ক্রিসেন্ট কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, মজির উদ্দিন, নুরুন্নেছা হেনা, সাবেক সেক্রেটারি এ কে এম আহাদুস সামাদ, মাতৃমঙ্গল হাসপাতাল এর ভারপ্রাপ্ত পরিচালক ডা. নুরুল আলম খান, মুজিব জাহান রক্তকেন্দ্রের পরিচালক ডা. আবু সালেহ খান, রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, হিসাব রক্ষন কর্মকর্তা মো. ফারহান আমির জামান, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শামসের জামাল, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, চেম্বার অব কমার্সের সাবেক সহ সভাপতি এমদাদ হোসেন, পরিচালক হুমায়ূন আহমদ, ফাহিম চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক হোরায়রা ইফতার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ আলম চৌধুরী, স্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট নুরুদ্দিন, অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি মকসুদ আহমদ, মহানগর আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট গোলাম সোবহান চৌধুরী দীপন, মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, জেলা জাতীয় পার্টি নেতা শাহ আলম, সাবেক যুব প্রধান সায়মন মিয়া, মো. নাজিম খান, কর্মকর্তা পার্থ সারথি দাস, আজীবন সদস্য মো. আজহার উদ্দিন জাহাঙ্গীর, এম এ হান্নান, মন্টু কুমার পাল, প্রদীপ কর্মকার, আব্দুস সাত্তার, এম এ রাজ্জাক, মুফতি আব্দুল খাবির, তাজ উদ্দিন খান আলো, তোজাম্মেল হক তাজুল, কিশোর ভট্রাচার্জ্য জনি, আজীব সদস্য গোলজার আহমদ জগলু, সাংবাদিক আতিকুর রহমান নগরী, আহমেদ মানিক, মহসিন চৌধুরী, মাসুদ আহমদ চৌধুরী, ইলিয়াস আহমদ জুয়েল, আছাব উদ্দিন লিটু, কবির চৌধুরী প্রমুখ।
চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেট : সিলেটে আস্থা, সততা ও সুনামের সাথে দীর্ঘকাল ধরে ব্যবসা, চিকিৎসা, প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চাঁদপুরের কৃতি সন্তানদের সম্মানে চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেট (রেজিঃ নং-১২৮৪/১৬) এর উদ্যোগে সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) নগরীর ধোপাদীঘিরপারস্থ ইউনাইটেড সেন্টারে সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি সৈয়দ তৌফিক মাহমুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ জহিরুল ইসলামের পরিচালনায় সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি মো. মহসিন ভূঁইয়া।
সাধারণ সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদ উল্লাহ্ তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. এস.এম. সাইফুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ. এস. এম. মাহবুব, প্রফেসর ড. মো. আবু জাফর ব্যাপারী, গ্রামীণ ব্যাংকের এজিএম শাহাজান পাটোয়ারী সিলেট সিটি করপোরেশন এর নির্বাহী প্রকৌশলী শামছুল হক, সমিতির সহ-অর্থ সম্পাদক প্রকৌশলী আবুল হাসনাত, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. বাবুল আক্তার, চাঁদপুরের কৃতি সন্তান, কমিটির আজীবন সদস্য, উপদেষ্টা পরিষদ, বিগত ও বর্তমান কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।
জিয়া আমাদের চেতনা : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় পথচারীদের মধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে জিয়া আমাদের চেতনা সংগঠনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বাদ আসর হযরত শাহজালালের মাজারে এই ইফতার বিতরণ করা হয়।
শেখ মো. শাকিব ইসলামের সভাপতিত্বে ও খলিল আহমদ এবং ওয়াহিদ খানের যৌথ পরিচালনায় ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য এমদাদ হোসেন স্বপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম সাহেব, যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য দুলাল আহমদ, ফারুক আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মনাই, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুলতান বক্স মনসুর, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক লুকমান আহমদ, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, স্বেচ্ছাসেবক দলনেতা মাসুম আহমদ, মোঃ ওয়াহিদ, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাইন উদ্দিন, ১০ নং স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পারভেজ আহমদ, ২৬নং ওয়ার্ডের সদস্য সচিব মেহেদী হাসান সুবেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, নুরেস আলী, মাসুম আহমদ, নাঈম সরকার, আজাদ আহমেদ, ফারুক আহমদ। পৃষ্ঠপোষকতায় ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরান হোসেন হেলাল।
সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদ : সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) নগরীর জিন্দাবাজাস্থ একটি অভিজাত হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জাকারিয়া আহমদ জাকির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রওশন আরা আক্তার সুমির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ল’ কলেজের অধ্যক্ষ সৈয়দ মহসিন আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ মো. মকন মিয়া, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম.এ হান্নান, সিলেট জজ কোর্টের এপিপি জাহাঙ্গীর, আবু সিদ্দিক, সিলেট ল’ কলেজের শিক্ষক হেলাল উদ্দিন, ফৌজিয়া আক্তার, সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা মুশফিক রিপন, এডভোকেট মামুন আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি হিলাল উদ্দিন শিপু, সহ-সাধারণ সম্পাদক শুকরিয়া শারমিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, আপন তাহসান, সাংগঠনিক সম্পাদক শাহারিয়া আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাফা আক্তার রুমা, দপ্তর সম্পাদক দিলরুবা আক্তার, প্রচার সম্পাদক রোকসানা বেগম রুনা, নারী ও শিশু কল্যাণ সম্পাদক ফৌজিয়া শান্তা, ক্রীড়া সম্পাদক মো. আসাদ নুর, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বিশ্বুজৎ চক্রবর্তী, অর্থ সম্পাদক লিপি আক্তার, উন্নয়ন সম্পাদক সাবানা বেগম, শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক আয়েশা মুন্নি, সদস্য শিউলী আক্তার শেলী, আজিজুল ইসলাম নোমান, শাহ বিন মনজুর, জামিলা বেগম, ইসরাত জাহান পান্না, সৈয়দা নাজমুন নাহার, হালিমা বেগম, সুলতানা বেগম, শাহেনা বেগম, তারেক আহমদ, কাদির আহমদ, ইমরানা বেগম, পিংকি বেগম, মুক্তা বেগম, ফাহমিদা খানম, আয়েশা আক্তার মুন্নি, কামাল হোসেন, সুলতানা বেগম, ফাহমিদা খানম জুমা, রাজন আহমদ, এনি বেগম, রুমা আক্তার, জান্নাত নিশা, সাধি আক্তার, এনিয়া জাহান, ইসরাত জাহান পান্না প্রমুখ।
গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠন সিলেট : গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠন সিলেটের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। (১৫ এপ্রিল) শুক্রবার নগরীর ধোপাদিঘীপাড়স্থ ইউনাইটেড কমিনিটি সেন্টারে এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক নাজমুস সাকিব এর সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিলেট জেলা শাখার সভাপতি মোঃ শাহনেওয়াজ চৌধুরী রাহাত এবং যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হুসাইনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মোঃ আতাউল্লাহ্। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুজ জাহের, আব্দুল্লাহ আল মামুন সুজন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী যুগ্ম সদস্য সচিব ডাঃ আজাদ আলী সুমন, গণঅধিকার পরিষদের সদস্য আবুল হাসান জীবন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র সহ সভাপতি আবির হোসেন, যুব অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, সৈয়দ রাসেল মুন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব, সহ সভাপতি নাহিদ উদ্দিন তারেক।
অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এমএইচ সায়েম, মহানগর শাখার সভাপতি নুরুল হুদা লস্কর, সাধারণ সম্পাদক তারেক আহমেদ, যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব জুবায়ের আহমদ তুফায়েল, মহানগর শাখার আহবায়ক মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব ফখরুল ইসলাম প্রমুখ। এতে গণঅধিকার পরিষদ, সিলেটের নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সিলেট এবং বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেটের ছয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলামি সংগীত শিল্পী কলরব সিলেট শাখার আরাফাত আহমেদ এবং কাতিব গ্রুপের ইসলামি সংগীত শিল্পীগণ সংগীত পরিবেশন করেন এবং দোয়া পরিচালনা করেন। বিজ্ঞপ্তি