বিচিত্র কুমার

11

বৈশাখ এলে :

বৈশাখ এলে কিচিরমিচির
পাখি গায় গান,
নতুন ভোরে নতুন সুরে
নতুন আহবান।

বৈশাখ এলে রঙ ছড়ায়
তেপান্তরের ঘুড়ি,
নীল আকাশে ডানা মেলইে
ভেসে ভেসে উড়ি।

বৈশাখ এলে পান্তা ইলিশ
মুড়ি মুড়কি খাই,
দল বেঁধে পাঞ্জাবী পরে
বৈশাখী মেলায় যাই।

বৈশাখ এলে মঙ্গল যাত্রা
শুভেচ্ছা বিনিময়,
ষাঁড়ের লড়াই মোরগ যুদ্ধে
কত্ত আনন্দ হয়।