সোমা মুৎসুদ্দী

5

বৈশাখের রঙ :

বৈশাখী রঙ মেখে খোকাখুকি হাসে
বৈশাখে সাজ সাজ রব চারিপাশে।
ঢাক বাজে ঢোল বাজে সমধুর বাঁশি,
সবার মুখেতে আজ বৈশাখী হাসি।
চিড়ামুড়ি খই নাড়ু পাচনের সবজি
বৈশাখে খাবে সবে ডুবিয়েতো কব্জি।
মেলায় ঘুরতে যাবে খোকা আর খুকি
বৈশাখী রঙ মনে করে আঁকিবুঁকি।
বৈশাখ এলো আজ কি দারুণ ছন্দে,
কাটবে সবার ভালো খুশি ও আনন্দে।