ওসমানীনগরে বিএনপির ইফতার মাহফিল

10

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপি’র ব্যানারে (বিএনপির একাংশের উদ্যোগে) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর উপজেলার তাজপুর কদমতলাস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কিমিটর সদস্য সাইস্তা মিয়া।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা গয়াছ মিয়ার পরিচালনায় সভায় বক্তারা বলেন, বর্তমানে ওসমানীনগর উপজেলা বিএনপিকে কোনটাসা করতে একটি পক্ষ নানা ভাবে কাজ করে যাচ্ছে। ত্যাগি নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের সাথে আঁতাত করে উপজেলা বিএনপির নেতৃত্বকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। বিএনপির ত্যাগি নেতারা এই দলে থাকতে তা কখনও মানা হবে না। জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি কখনও আপোষের রাজনীতি করে না। এম ইলিয়াস আলী নিখোঁজের পর থেকে অভিবাক শূন্য ওসমানীনগর উপজেলা বিএনপিকে নিয়ে নানা ধরণের খেলা চলছে। তাই এইসব প্রতিহত করে ওসমানীনগর উপজেলা বিএনপির কার্যক্রম অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।
সভায় বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী, বিএনপি নেতা সৈয়দ এনামুল হক পীর এনাম, সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু, এইচ এম রায়হান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৈয়দ এনায়েত হোসেন, বিএনপি নেতা সুলেমান আলী মেম্বার, বিএনপি নেতা আব্দুর রউফ, আব্দুল হেকিম রুপা মিয়া, ইউপি সদস্য সামসুল ইসলাম শামিম, সাইস্তা মিয়া, ছিদ্দেক আলী, শেখ শফিক উদ্দিন, নিজাম সিদ্দিকি, ডাঃ লুৎফুর রহমান, আক্তার মিয়া, আপ্তাব আলী, সমর মিয়া, লুৎফুর মিয়া, ফিরুজ মিয়া মেম্বার, আবু জাফর মোঃ মুজেফর মেম্বার, লাল মিয়া, আব্দুল আজিম, রিপন মিয়া, দোলাল মিয়া, রফিক মিয়া, জাহাঙ্গির চৌধুরী, মাহমদ মিয়া, মোস্তাক আহমদ, আখলু মিয়া, জগলু মিয়া, মনির মিয়া, কামাল পারভেজ, আলাউদ্দিন মাস্টার, সৈয়দ মোস্তাক, আহমদ আলী, চমক আলী, সাহেদ রব্বানী, উপজেলা ছাত্রদলের সাবে যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন গয়াছ মিয়া, জমির আলী জম্মু মেম্বার, ইয়াওর আলী, মিজান আহমদ, বুলবুল মিয়া, দিলাল আহমদ, আব্দুল কাদির, আব্দুল মতিন, আব্দুল কালাম, আব্দুল বারিক, নিজাম উদ্দিন গয়াছ, আব্দুর রহিম, শাকিল মেম্বার, প্রমুখ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাসুদ আহমদ।