শাহ গ্রুপ মীম টিভি ইউএসএ অ্যাওয়ার্ড-২০২২ উপলক্ষে মতবিনিময় সভা

5

সিলেট বিভাগে সিলেটি নাটকের উপর ২য় বারের মত শাহ গ্রুপ মীম টিভি পরিবার অ্যাওয়ার্ড ২০২২ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) বাদ আসর নগরীর একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মীম টিভি ইউএস’র প্রোগ্রাম পরিচালক জামাল আহমদের সভাপতিত্বে ও নাট্যকর্মী মামুন আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মন রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য বরেণ্য আবৃত্তিশিল্পী ও সংগঠক মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, প্রবীণ নাট্যকর্মী কাজী আয়শা বেগম, নাট্য নির্মাতা ও সিলেটের দক্ষ সংগঠক কামাল আহমেদ দূর্জয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফজাল হোসেন, নাট্যকর্মী আব্দুল ইসলাম রিমন, কন্ঠ শিল্পী খোকন ফকির, আমির হোসেন সাগর, নাট্য অভিনেতা ও পরিচালক এম এস সুমন, সোহেল আহমদ (পাখি সোহেল), এম দেলোয়ার হোসেন, নাগর মিটু, সত্যজিত মোদক সুমন, মারুফ আহমদ দোলাল, সুভাষ কর, দিপ্ত মদক, রাশেদ আহমদ, জাবেদ আহমদ, সপ্না বেগম সিতাই, কমেডিয়ান অভিনেতা রিমন, দেশ থিয়েটারের সিনিয়র সহসভাপতি আবুল হোসেন, সাকিল আহমদ কয়েছ প্রমুখ। বিজ্ঞপ্তি