সিলেটে শিলা বৃষ্টির সম্ভাবনা

3

স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। গত রবিবার সকাল থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হয়েছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে। সকাল থেকে সিলেটের আকাশ ছিলো মেঘলা। তবে দুপুর নাগাদ রোদ দেখা যায়।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি (একদিনে ২৩ থেকে ৪৩ মিলিমিটার) থেকে ভারি (একদিনে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টির এই প্রবণতা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।